তথ্য-প্রযুক্তি
0

কয়েকটি দেশের তথ্য চুরির চেষ্টা উত্তর কোরিয়ার হ্যাকারদের

পরমাণু আর সামরিক নিরাপত্তার গোপন তথ্য চুরি করার চেষ্টা করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি আর বেসরকারি কোম্পানি থেকে এই তথ্য চুরির চেষ্টা করা হয়েছে।

এমনটা তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়া। অ্যান্ডারিয়েল আর অনিক্স স্লিট নামের দু'টি গ্রুপ প্রতিরক্ষা, বিমান, পরমাণু আর প্রকৌশলী বিভিন্ন খাতের গোপনীয় তথ্য চুরির চেষ্টা করেছে, নিজেদের সামরিক ও পরমাণু কার্যক্রম জোরদারের জন্য।

দেশগুলো জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে শুরু করে ট্যাঙ্ক, সাবমেরিন আর টর্পেডো সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করেছে হ্যাকাররা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারতসহ বিভিন্ন দেশ টার্গেট করা হয়েছে বলেও জানায় তারা।

মার্কিন বিমান ঘাঁটি, নাসা আর প্রতিরক্ষা কোম্পানিও টার্গেট ছিল হ্যাকাররা।

এসএস