আন্তর্জাতিক বাণিজ্য
0

দ্বিতীয় প্রান্তিকেও মুনাফার দেখা পায়নি টেসলা

বছরের দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করেছে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ প্রান্তিকেও কোম্পানির নেট আয় ও মুনাফা নিম্নমুখী রয়েছে। টেকটাইমসে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে টেসলা জানায়, কোম্পানি বছরের দ্বিতীয় প্রান্তিকে ২ হাজার ৫৫০ কোটি ডলার আয় করলেও মুনাফা হয়েছে মাত্র ১৪৮ কোটি ডলার। ২০২৩ সালের একই সময়ে বিক্রির মাধ্যমে ২ হাজার ৪৯০ কোটি ডলার আয় করেছিল মার্কিন এ অটোমেকার। সে হিসাবে এ বছর ২ শতাংশ প্রবৃদ্ধি হলেও নেট আয় কমেছে ৪৫ শতাংশ।

কয়েক বছর ধরে মুনাফায় সেভাবে প্রবৃদ্ধির দেখা পায়নি টেসলা। তবে কোম্পানিতে বিনিয়োগকারীরা মুনাফার বিষয়ে আশাবাদী। ব্যাপক মূল্য হ্রাস, চাহিদার পাশাপাশি বিনিয়োগ কমে আসায় একসময় শীর্ষে থাকা অটোমেকার কোম্পানিটি নেট আয়ের দিক থেকে এখন সর্বনিম্ন স্তরে রয়েছে বলে জানা গেছে।

চলতি মাসের শুরুতে পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এর পর টেসলার শেয়ারদর বেড়ে যায়। এক বছরের ব্যবধানে টেসলার গাড়ি উৎপাদন ৪ দশমিক ৭৬ শতাংশ এবং সরবরাহ ১৪ শতাংশ কমেছে। তবে কোম্পানিটি এখন পর্যন্ত ওয়া্ল স্ট্রিটের পূর্বাভাস ছাড়িয়ে যায়নি।

অন্যদিকে রোবোট্যাক্সি উন্মোচনের সময় অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ইলোন মাস্ক মালিকানাধীন কোম্পানিটি। মূলত এ সময়ের মধ্যে টেসলা আরো কিছু প্রটোটাইপ তৈরি করবে বলে জানা গেছে। দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশের কয়েক সপ্তাহ আগে এ তথ্য জানানো হয়।

আগস্টের ৮ তারিখে রোবোট্যাক্সি বাজারজাতের ঘোষণার প্রেক্ষিতে টেসলার বাজার মূলধন ২৫ হাজার ৭০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। তবে ট্যাক্সি বাজারজাতের সময় পেছানোর তথ্য প্রকাশ্যে আসার পর কোম্পানির শেয়ারমূল্য ৮ শতাংশ কমে যায়। তবে কোম্পানির পক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।

এএইচ