দেশে এখন
0

'রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড সংযোগ, রবি-সোমবার মোবাইল ইন্টারনেট'

রাতের মধ্যেই বাসা-বাড়িতে পরিপূর্ণভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ (বুধবার, ২৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, 'আজ রাতের মধ্যেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। সেই সাথে আগামী সপ্তাহের রবি ও সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু করা হবে।'

এর আগে গতকাল মঙ্গলবার পরীক্ষামূলকভাবে বিশেষায়িত অঞ্চলগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। তবে ফেইসবুকসহ বেশকিছু সামাজিক যোগাযোগমাধ্যম চালু করা হবে কি না এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, গত ১৮ জুলাই মহাখালীর ডাটা সেন্টারে দুর্বৃত্তদের দেওয়া আগুনের কারণে ইন্টারনেট ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়। আর এতেই সারাদেশে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ডসহ মোবাইল ইন্টারনেট সেবা।