দেশে এখন
0

ঢাবি, জাবিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সময় বেধে দিয়ে হল ছাড়ার নির্দেশ

অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সময় বেধে দিয়ে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশও দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (বুধবার, ১৭ জুলাই) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পৃথক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা দেয়া হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ জরুরি সিন্ডিকেট সভার বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে রাত সাড়ে ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে।

সকালে শাবিপ্রবির জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা দেয়া হয়। এছাড়াও বিকাল ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়ে ছাত্রদের আজ বিকেল ৫টার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল সকাল সাড়ে ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের আজ বেলা ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ছেলেদের বিকেল ৪টা এবং মেয়েদেরকে আগামীকাল সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরাও হল ছাড়তে শুরু করেছেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের আজ দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'জনপ্রশাসন সংস্কার এবং আমাদের ভাবনা' শীর্ষক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী নবান্ন উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী নবান্ন উৎসব

চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের মানববন্ধন

ঢাবিতে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচনের দাবিতে মিছিল

সাত কলেজের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত নিয়ে যা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নতুন শিক্ষাক্রমে আগ্রহ হারিয়ে অনেকেই ঝুঁকছেন ইংলিশ মিডিয়ামে

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফেরার আহ্বান

রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তুলে ধরতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান

ঢাবিতে গণঅভ্যুত্থানের সময় হামলায় জড়িতদের বহিষ্কারের দাবি

ঢাবি অধিভুক্তি বাতিলের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

শনিবারের মধ্যে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হলে রোববার থেকে গণঅনশন

সাত কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি ঘোষণা