আহত ট্রাম্প আরও বেশি শক্তিশালী ও জনপ্রিয় হয়ে উঠেছেন বিশ্বজুড়ে। বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করছেন, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে আবারও যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। রক্তমাখা ছবি জয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে রিপাবলিকান এই প্রার্থীর।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের দীর্ঘ জীবন কামনা করে পূজা ও বিশেষ প্রার্থনার আয়োজন করে ভারতের ডানপন্থি হিন্দু জাতীয়তাবাদী সংগঠন হিন্দু সেনা। সব ধরনের বিপদ ও মন্দ থেকে ট্রাম্পকে রক্ষার জন্য শক্তি ও সুরক্ষার প্রার্থনা করেন ভক্ত ও অনুসারীরা।
অনুসারীদের একজন বলেন, ‘ট্রাম্পকে নির্বাচনে জয়ী হওয়া থেকে আটকাতে বড় ষড়যন্ত্র চলছে। অনেক শত্রু সংগঠন এই হামলার পিছনে আছে। তাই আমরা ট্রাম্পের দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেছি।’
ইতালির নেপলস শহরের ঐতিহাসিক রাস্তা কারুশিল্পের জন্য বিখ্যাত। যেখানে আছে বিখ্যাত সব মানুষের মূর্তি। এবার সেখানে ঠাঁই হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তমাখা মুখ। তাকে ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
অনুসারীদের আরেকজন বলেন, ‘ট্রাম্প ব্যক্তি হিসেবে কেমন তা বিচার করার দায়িত্ব আমার না। ইতিহাস তা বিবেচনা করবে। তার সমাবেশে ঘটে যাওয়া ঘটনাটি আসলেই ঐতিহাসিক। তাই সেই মুহূর্তটা এখানে ধরে রাখা হয়েছে।’
এদিকে, সমাবেশে ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার মুহূর্তটি স্মরণীয় করে রাখছেন রিপাবলিকান সমর্থকরা। ট্রাম্পের কান থেকে রক্ত ঝরে পড়া এবং মুষ্টিবদ্ধ হাতে ফাইট ফাইট বলে মঞ্চ থেকে নেমে যাওয়ার দৃশ্য শোভা পাচ্ছে অনেকের শরীরে। আইকনিক এই ছবির ট্যাটু আঁকছেন ফ্লোরিডার বাসিন্দারা।
গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় রিপাবলিকান পার্টির সমাবেশে বন্দুক হামলার শিকার হন ট্রাম্প। গুলি লাগে তার ডান কানে।