দেশে এখন
0

প্রয়োজন না হওয়া পর্যন্ত কোটা আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত না হতে নির্দেশনা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রয়োজন না হওয়া পর্যন্ত ছাত্রদের আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দিয়েছেন। আজ (মঙ্গলবার, ১৬ জুলাই) সচিবালয়ে কোটা আন্দোলন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিয়মের মধ্যে থেকে ছাত্রদের আন্দোলন করা উচিত ছিল। তাদের জন্য পথ খোলা রয়েছে। কিন্তু তারা সোজা পথে না এসে ভিন্ন পথে চলে গেছে।’

কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ বলে জানান তিনি।

তিনি বলেন, ‘নতুন প্রজন্ম সঠিক পথে ফিরে আসবে সেই প্রত্যাশায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে পর্যবেক্ষণ করছে।’

কাউকে কষ্ট না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্ররা যেন আন্দোলন করে বলে আহ্বান জানান তিনি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কাছে দাবি করে বলেন, ‘ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড না করে।’ 

সাধারণ ছাত্র-ছাত্রীরা নিজেদেরকে রাজাকার বলে যে কটুক্তি করছে সে বিষয়টি তারা নিজেরা করেনি, বরং কেউ তাদেরকে দিয়ে করিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ইএ