কানে ব্যান্ডেজ নিয়েই রিপাবলিকান সম্মেলনে ট্রাম্প

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা এখন আলোচনার কেন্দ্রে। হামলায় ট্রাম্পের ডান কানে গুলি লেগেছে। তবে সব শঙ্কা কাটিয়ে নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ব্যান্ডেজসহই উপস্থিত হয়েছেন ট্রাম্প।

হামলার দুইদিন পর কনভেনশনে অংশ নেয়ার মাধ্যমে দলের বাকি সদস্যদের বাহবাও পেয়েছেন ৭৮ বছর বয়সী সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট।

ডাউনটাউন মিলওয়াকির ফিসার ফোরামে যখন ট্রাম্প উপস্থিত হন তখন তার ডান কানে মোটা ব্যান্ডেজ ছিল। দল তথা তার সমর্থকরা লড়াই চালিয়ে যাওয়ার জন্য মুষ্ঠি হাতে স্লোগান ও সমর্থন জানাচ্ছিল। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তার সন্তান এবং মার্কিন সিনেটর জে.ডি. ভ্যান্সের সঙ্গে নির্ধারিত জায়গায় বসেন ট্রাম্প।

অন্যদিকে বৃহস্পতিবার প্রাইম টাইম বক্তৃতা দেয়ার সময় দলের মনোনয়ন গ্রহণ করেন ট্রাম্প। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সঙ্গে প্রতিযোগিতা করবেন তিনি। পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পকে হত্যাচেষ্টা ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই চার দিনব্যাপী এ কনভেনশন শুরু হলো।

সোমবারের অধিবেশন চলাকালীন ছয়জন মার্কিন অধিবাসীকে কথা বলার সুযোগ দেয়া হয়। তারা মধ্য ও নিম্ন আয়ের পরিবারের ওপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব সম্পর্কে জানান।

রিপাবলিকানের আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ও প্রতিযোগী সিনেটর টিম স্কট জানান, ঐশ্বরিক ক্ষমতাবলে ট্রাম্পের জীবন রক্ষা পেয়েছে।

- রয়টার্স

এসএস

BREAKING
NEWS
3