ইউরোপের সবচেয়ে বড় আর জমজমাট আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। জুড বেলিংহাম, ফিল ফোডেন,অধিনায়ক হ্যারি কেন! তাদের পায়ের জাদুতেই শিরোপার এত কাছাকাছি ইংলিশরা।
পুরো আসরজুড়ে নিজেদের দাপট সেভাবে দেখাতে না পারলেও দামি দল হিসেবে আধিপত্য ঠিকই রয়েছে ইংল্যান্ডের। আসরের সবচেয়ে বেশি বার ট্রফি জয়ী জার্মানি, এমনকি ফাইনালে থ্রি লায়ন্সদের প্রতিপক্ষ স্পেনও পেছনে আছে দামি স্কোয়াডের তালিকায়।
ট্রান্সফার মার্কেটের তথ্যমতে, সবচেয়ে দামি দলগুলোর তালিকার শীর্ষে থাকা ইংল্যান্ডের বর্তমান বাজারদর ১৫২ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ১৯ হাজার কোটি টাকা। এরপরই আছে চলতি আসরে সেমি থেকে বাদ পড়া ফ্রান্স। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগালের দাম ১০০ কোটি ইউরো। তালিকায় থাকা বাকি দলগুলোর হিসেবে সবই মিলিয়নের কোটায় সীমাবদ্ধ।
ইংল্যান্ডের দামি স্কোয়াড হওয়ার পেছনে আছেন তারকা খেলোয়াড়রা। কাড়ি কাড়ি মূল্যে বেলিংহাম, ফিল ফোডেন, হ্যারিকেনরা খেলেন বিভিন্ন ক্লাবে। ২০২৩ এর জুনে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে ১০৩ মিলিয়ন ইউরোতে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে পাড়ি জমান বেলিংহাম। অন্যদিকে জায়ান্ট দল ম্যানচেস্টার সিটিতে খেলা ফোডেনের বর্তমান বাজারমূল্য ১১৯ মিলিয়ন। আর ইংলিশ অধিনায়ক হ্যারির দর ১১০ মিলিয়নের কাছাকাছি। বুকায়ো সাকা, ডেকলান রাইসদের বাজারমূল্যও চোখে পড়ার মতো।
তবে এত এত দামি খেলোয়াড় নিয়েও ইউরো চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারেনি সাউথগেটের শিষ্যরা। সেই আক্ষেপ কি ঘুচবে এবার, নাকি বাড়বে না পাওয়ার হতাশা!