২০২৩ সালে বিশ্বের জনবহুল দেশের তালিকায় শীর্ষে থাকা চীনকে টপকে জায়গা করে নেয় ভারত। আর আগামী ১শ' বছর ভারতের অবস্থান জনবহুল দেশগুলোর তালিকায় ১ নম্বরে থাকবে বলে পূর্বাভাস জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার ২০২৪ সালের বৈশ্বিক জনসংখ্যার তালিকা প্রকাশ করে জাতিসংঘ। সেখানেই উঠে আসে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শেষ নাগাদ ভারতে জনসংখ্যা পৌঁছাবে ১৪৫ কোটিতে। ২০৬০ সাল নাগাদ যা দাঁড়াবে ১শ' ৭০ কোটিতে। এর পরের বছর থেকে কমতে থাকবে দেশটির জনসংখ্যা। আর ২১শ' সাল নাগাদ তা ১২ শতাংশ কমে দাঁড়াবে দেড়শ কোটিতে। যেখানে ২০৫০ থেকে ২০৬০ সাল নাগাদ বৈশ্বিক জনসংখ্যা পৌঁছাবে প্রায় ১০ হাজার কোটিতে।
অবশ্য, ভারতে গেল ২০১১ সালের পর নতুন করে আদমশুমারি হয়নি। ২০২১ সালে জনশুমারির কাজ হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়।
অপরদিকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল দেশ চীনের জনসংখ্যা সামনের দিনে আরও কমবে বলে প্রতিবেদনে উঠে আসে । ২০২৪ থেকে ২০৫৪ সাল পর্যন্ত দেশটিতে ২০ কোটি জনসংখ্যা কমে যেতে পারে। । ২১০০ সাল নাগাদ বর্তমানের চেয়ে অর্ধেকে কমে যাবে দেশটির মোট জনসংখ্যা। গত কয়েক দশক ধরে দেশটিতে এক সন্তাননীতির কঠোর বাস্তবায়নেই তৈরি হয়েছে এই পরিস্থিতির।