অর্থনীতি
0

‘পলিসি অনুযায়ী অর্থায়ন করতে সহযোগিতা পরিকল্পনা সংশোধন করছে জাপান’

পঞ্চবার্ষিক পরিকল্পনাকে লক্ষ্য করে বাংলাদেশের চাহিদা ও জাপানের পলিসি অনুযায়ী অর্থায়ন করতে সহযোগিতা পরিকল্পনা জাপান সংশোধন করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

আজ (বুধবার, ১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিস কক্ষে মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি সাক্ষাৎকালে একথা বলেছেন বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। সরকারি ব্যয়ের দক্ষতা বাড়াতে ২য় ধাপে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে জাপানকে।’

এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ কান্ট্রি অ্যাসিসটেন্স প্ল্যান রিভিউ করছে জাপান। এলডিসি উত্তরণ এবং ২০৪১ সালে উন্নত দেশের লক্ষ্যপূরণে কোন কোন জায়গায় বাংলাদেশকে সহায়তা করা যায় তার পরিকল্পনা করছে তারা।’

অপরদিকে এদিন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডি ও বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির-বিপিপিএ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় পরিকল্পনামন্ত্রী জানান, বিদেশি ঋণের নির্ভরতা কমাতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে। প্রকল্পের সব অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করতে হবে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর