আজ (সোমবার, ৮ জুলাই) দুপুরে এ বৈঠক শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ডেকে নিয়ে বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের৷
সংবাদ সম্মেলন শেষে করেই আলাদাভাবে তিনি বৈঠকে বসেন। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
পরে সেখানে আসেন আইনমন্ত্রী আনিসুল হক। একই সময়ে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাপা। তারা দুইজনও যোগ দেন বৈঠকে৷এ সময় দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও উপস্থিত ছিলেন।
বৈঠকটি দুপুর সোয়া ২টায় শেষ হয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানান নি কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী।
তবে সূত্র জানিয়েছে, আজকের এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না। হঠাৎ করেই মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ডেকে নেয়া হয়। বৈঠকে শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলন ও শিক্ষকের পেনশন ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।