ইউরোপ
বিদেশে এখন
0

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘরে জায়গা হবে কি ল্যারির?

২০০৭ সালে জন্ম নেয়া পথবিড়াল ল্যারির গল্প অনেক সেলিব্রেটির গল্পের চেয়েও আকর্ষণীয়। জন্মের চার বছর পর তাকে ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় ডাউনিং স্ট্রিটে। তবে, যুক্তরাজ্যের নির্বাচনে কনজারভেটিভ পার্টির জায়গায় এবার ক্ষমতায় এসেছে লেবার পার্টি। দল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন কেইর স্টারমার। তার বাসায় কি জায়গা হবে ল্যারির?

মূলত তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সন্তানদের সঙ্গে খেলা করার জন্য ল্যারিকে আনা হয়। পরে ব্রিটিশ ক্যাবিনেট অফিসে ল্যারিকে দেয়া হয় 'চিফ মাউসার' এর পদ।

যার দায়িত্ব হলোব ইঁদুর নিধন করা। তবে অলস হওয়ায় অনেকে বিড়ালটির ডাক নাম দিয়েছে লেজি বা অলস ল্যারি। ডেভিড ক্যামরনের পড়াশোনা করার কক্ষে একবার একটি ইঁদুরকে দেখার পরেও শুয়ে থাকায় চাকরি হারানোর মুখোমুখি হয় ল্যারি।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পত্তি না হওয়া সত্ত্বেও ল্যারির দেখভাল করেন ডাউনিং স্ট্রিটের কর্মীরা। ডেভিড ক্যামেরন ২০১৬ সালে জানিয়েছিলেন, ল্যারি ডাউনিং স্ট্রিটের সরকারি কর্মী। তাই প্রধানমন্ত্রী বদলালেও ল্যারি ডাউনিং স্ট্রিটের স্থায়ী সদস্য থাকবেন।

যদিও নতুন বাসিন্দা কেইর স্টারমারের ঘরে ল্যারির জায়গা হবে কী না তা এখনও জানা যায়নি। ডাউনিং স্ট্রিটে আসার পর গেল ১৩ বছরে ষষ্ঠ প্রধানমন্ত্রী দেখতে যাচ্ছে বিড়ালটি। বিভিন্ন সামাজিক মাধ্যমে বিপুল ফলোয়ারসহ নিজস্ব অ্যাকাউন্টও আছে ল্যারির।

এসএস