ফুটবল
এখন মাঠে
0

আজ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কোপা আমেরিকার অন্যতম সফল দল উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে মঙ্গলবার সকাল ৭ টায়।

কঠিন সমীকরণ নিয়ে শক্তিশালী উরুগুয়ের সামনে পরীক্ষা দিতে হবে মার্কিনিদের। এখন পর্যন্ত চারবার কোপা আমেরিকায় অংশ নিয়ে দুইবার নকআউট পর্বে খেলেছে এবারের আসরের আয়োজকরা।

আরেকবার সেই স্বাদ পাওয়ার সম্ভাবনা হাতছানি দিচ্ছে তাদের। তবে ছিটকে পড়ার শঙ্কাও প্রবল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে তাদের প্রতিপক্ষ এই প্রতিযোগিতার রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

'সি' গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে গেছে উরুগুয়ের। দুই ম্যাচের দুটি জেতা দলটি গ্রুপে আছে শীর্ষে, তাদের গোল ব্যবধানও অনেক বেশি, ৭। দুই ম্যাচে একটি করে জয়-পরাজয়ে সমান ৩ পয়েন্ট যুক্তরাষ্ট্র ও পানামা। ১ গোলের ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে যুক্তরাষ্ট্র।