গত বৃহস্পতিবার (২৭ জুন) এই তিন দেশ ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও বিমান হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে সামরিক মহড়া চালায়। নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ফাইটার জেট ও পারমাণবিক শক্তি চালিত মার্কিন বিমানবাহী নিয়ে ফ্রিডম এজ নামে বড় আকারের এই যৌথ সামরিক মহড়া হয়।
কোরিয় উপদ্বীপে উত্তেজনার জেরে মিত্র দেশের সহযোগিতা জোরদারে এই মহড়ার পরিকল্পনা করা হয়েছিল। এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায়, তারা এসব যৌথ সামরিক শক্তির বিরুদ্ধে লড়াই করবে এবং আঞ্চলিক শান্তি রক্ষায় সব চেষ্টা করবে।