দেশে এখন
0

মতিউর রহমানকে এনবিআর থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি

আলোচিত রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমানকে ভ্যাট আপিল ট্রাইব্যুনাল থেকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে তাকে অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

আজ (রোববার, ২৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এটি অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, সম্প্রতি কোরবানির ঈদের সময় মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান (ইফাত) ১৫ লাখ টাকা দিয়ে ছাগল কিনে আলোচনায় আসেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনায় উঠে আসে এই রাজস্ব কর্মকর্তার নাম।

সে সময় ছাগল ছাড়াও মতিউর রহমানের ছেলে ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলেও ফেসবুকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরবর্তীতে এটি মূলধারার বিভিন্ন গণমাধ্যমে চলে আসে।

এর পরই ধারাবাহিকভাবে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে বাড়ি-জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

মতিউর রহমান সোনালী ব্যাংকের পরিচালক পদেও দায়িত্বে রয়েছেন।