দেশে এখন
0

ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ভারত সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার, ২২ জুন) স্থানীয় সময় রাত ৮টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ৮টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে গতকাল (শুক্রবার, ২১ জুন) বিকেলে ভারতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দু'দিনের এ সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও রেলখাতসহ ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। আজ দুপুরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক সই হয়।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর