পরিষেবা
অর্থনীতি
0

সরকারের পক্ষে ৬০৭ কোটি টাকার শেয়ার ইস্যু করবে ডেসকো

সরকারের পক্ষে ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। যার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডেসকোর ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকার এই প্রেফারেন্স শেয়ার হবে ই-রিডিমেবল, নন-কমিউলেটিভ। যার কর পরবর্তী নিট মুনাফা হবে ১৫ শতাংশ।

সম্পূর্ণ টাকার শেয়ার বাংলাদেশ সরকারের পক্ষে ইস্যু করা হবে। যার প্রতিনিধিত্ব করবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব।

সেক্ষেত্রে, সরকারকে প্রদত্ত লভ্যাংশের হার হবে মোট মূলধনের শতকরা হারের ওপর ভিত্তি করে অগ্রাধিকার শেয়ার মালিকদের জন্য কর পরবর্তী নিট মুনাফার অনুমিত শেয়ারের ১৫ শতাংশ অর্থাৎ সরকারের অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ (অগ্রাধিকার শেয়ার মূলধন/ (সাধারণ শেয়ার মূলধন। অগ্রাধিকার শেয়ার মূলধন) কর পরবর্তী নিট মুনাফা ১৫ শতাংশ ।

উল্লেখ্য, সরকার ১৯৯৭ সাল হতে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়নে ডেসকোকে ৬০৭ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ১৩০ টাকা দিয়েছে। যা এতদিন কোম্পানির আর্থিক বিবরণীতে সরকারি ইক্যুইটি হিসেবে দেখানো হতো।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর