বিদেশে এখন

বিজেপিকে হারালেন কারাবন্দি শিখ নেতা

আসন থেকে তিন হাজার কিলোমিটার দূরের কারাগারে বসে পাঞ্জাব থেকে বিজেপির বিরুদ্ধে ভোটে জিতেছেন এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা।

অমৃত পাল সিং, ৪ লাখ ভোট পেয়েছেন তার আসন পাঞ্জাবের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাদুর শাহিব থেকে। অথচ তিনি আছেন পাঞ্জাব থেকে ১ হাজার ৯০০ মাইল দূরে আসামের পূর্বাঞ্চলের একটি উচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে।

গেল বছর সমর্থককে কারগার থেকে মুক্ত করে দেয়ার দাবিতে আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশ স্টেশনে হামলা করার পর কারাবন্দি হন সিং। গেল বছর সিং বলেছিলেন, পাঞ্জাবের মানুষের জন্য তিনি স্বাধীন রাষ্ট্র তৈরি করতে বদ্ধপরিকর।

দ্রুতই আম্রিতপাল সিংকে কারাগার থেকে মুক্ত করা হবে বলে জানান তার বাবা। ১৯৭০ ও ১৯৮০ সালে শিখ বিদ্রোহের সময় হাজার হাজার মানুষের মৃত্যুর কয়েক দশক পর আবারও এই দাবি তোলেন সিং।

গেল বছর শিখ বিচ্ছিন্নতাবাদ পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম হয়। যুক্তরাষ্ট্র আর কানাডা ভারতের বিরুদ্ধে অভিযোগ আনে, তাদের দেশে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার পেছনে নয়াদিল্লির হাত আছে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর