আজ (মঙ্গলবার, ৪ জুন) ঈদুল আজহাকে সামনে রেখে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের ১৪ জুনের অগ্রিম টিকিট। ঈদে রেলওয়ের ২০টি বিশেষ ট্রেন চলবে। আর ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন।
ঈদযাত্রায় এবার ১৬২টি অতিরিক্ত কোচ যুক্ত হবে। যেখানে সৈয়দপুর কারখানা থেকে আসবে ৭২টি। সব মিলিয়ে ২৪৯টি যাত্রীবাহী ট্রেন চলবে।
আগামীকাল (বুধবার, ৫ জুন) মিলবে ১৫ জুনের টিকিট ও ৬ জুন যাত্রীরা ১৬ জুনের ঈদের টিকিট কিনতে পারবেন। এর আগে ২ জুন যাত্রীরা ১২ জুনের ও ৩ জুন ১৩ জুনের টিকিট কিনতে পেরেছেন।
এছাড়া ঈদের পর ঢাকামুখী যাত্রীরা টিকিট কিনতে পারবেন ১০ জুন থেকে। প্রথম দিনে পাওয়া যাবে ২০ জুনের টিকিট। ১১ জুন মিলবে ২১ জুনের টিকিট, ১২ জুন ২২ জুনের, ১৩ জুন ২৩ জুনের ও ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের ঈদযাত্রার ফেরার টিকিট।