কর্পোরেট
0

জরিপ অধিদপ্তর ও জাইকা বাংলাদেশের উদ্যোগে ওপেন সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ জরিপ অধিদপ্তর এবং জাইকা বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত 'স্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল স্পটিয়াল ডাটা ইনফ্রাস্ট্রাকচার ফর বাংলাদেশ' শীর্ষক ওপেন সেমিনার অনুষ্ঠিত হয়। রোববার (২ জুন) পাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে ওপেন সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.শহীদুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিস মিউরা মারি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এটিএম সিদ্দিকুর রহমান, যুগ্ম-সচিব এবং বিভিন্ন দপ্তর বা সংস্থা থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল নূর-ই-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বলেন, 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটি তৈরিকরণ, বহুমুখী নাগরিক সুবিধা নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়নে এনএসডিআই প্লাটফর্মকে ব্যবহার করা অত্যাবশ্যক। এনএসডিআই প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের সকল ডেটা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো একই প্ল্যাটফর্মে চলে আসছে। এতে করে খরচ ও সময় দুটোই কমবে।'

সেমিনারে বক্তব্য রাখেন এনএসডিআই প্রকল্পের জাইকা চিফ অ্যাডভাইজর ড. ওকাতানি তাকাকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এম মাকসুদুর রহমানসহ আগত অন্যান্য অতিথিরা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফজলুর রহমান বলেন, 'স্মার্ট বাংলাদেশ তৈরির প্রধান ও অত্যাবশ্যকীয় উপাদান হলো এই 'জিও স্পটিয়াল ডাটা।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর এম মাকসুদুর রহমান বলেন, 'নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিসীম।'

এনএসডিআই প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. সাইদুজ জামান বলেন, 'বর্তমানে ওয়েব প্ল্যাটফর্মের (www.nsdi.gov.bd) মাধ্যমে ডেটা আপলোড, ডাউনলোড, ভিজ্যুয়ালাইজ, ম্যানিপুলেট, বিশ্লেষণ ও শেয়ার করা যায় এবং দিন দিন আরও নতুন নতুন টুলস এই প্ল্যাটফর্মে যুক্ত করা হচ্ছে।'

বর্তমানে জিও-স্প্যাশাল ডাটা প্রস্তুতকারী বিভিন্ন সরকারি অফিস, দপ্তর, সংস্থা অনেকটা বিচ্ছিন্নভাবে এ সকল কার্য সম্পাদন করে থাকে। তথ্য উপাত্তসমূহ পরস্পরের মধ্যে বিনিময় না করার ফলে একই তথ্য বিভিন্ন দপ্তর, সংস্থা একাধিকবার আলাদাভাবে তৈরি ও ব্যবহার করে। এনএসডিআই ব্যবহারের মাধ্যমে বর্তমানে কোন প্রতিষ্ঠানের কাছে কি এবং কোন ধরনের ডাটা আছে সেটি জানতে পারা যায় । এমনকি কোনো নির্দিষ্ট ধরনের ডাটা কার কাছে পাওয়া যাচ্ছে তাও জানা যায়।

বর্তমানে এনএসডিআই পোর্টাল শুধু ডাটা সংরক্ষণই করার মধ্যে সীমাবদ্ধ নয়, সমজাতীয় ডাটার পারস্পরিক তুলনার মাধ্যমে ব্যবহারকারীকে ডাটার শুদ্ধতা নির্ণয়, ডাটা বিশ্লেষণ, ভিজ্যুইয়ালাইজেশন ও হালনাগাদকরণ করা সম্ভব হচ্ছে। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত না করে প্রতিষ্ঠানসমূহের চাহিদা অনুযায়ী তথ্য উপাত্ত সংরক্ষণ, বিনিময় ও ব্যবহারের সুযোগ প্রদান করা হলে অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানের সভাপতি সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল নূর-ই-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার প্রধান অতিথি, নিরবিচ্ছিন্নভাবে টেকনিক্যাল ও আর্থিক সাপোর্ট প্রদানের জন্য জাইকাকে, এনএসডিআই বাস্তবায়ন ও এনএসডিআই পলিসি প্রণয়নে নিরলসভাবে কাজ করার জন্য বাংলাদেশ জরিপ অধিদপ্তরকে, বিভিন্ন সরকারি অংশীজন প্রতিষ্ঠান থেকে আগত অফিস প্রধান ও ফোকাল পয়েন্টকে সেমিনারে উপস্থিত হয়ে তাদের মূল্যবান মতামত প্রদানের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। —আইএসপিআর

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর