দেশে এখন

উন্নয়ন সহযোগীদের সাথে নিয়েই চলবে দেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নে যারা সহযোগিতা করবে, বাংলাদেশ তাদের নিয়েই চলবে। কোন দেশের সঙ্গে কোন দেশের ঝগড়া সেটা দেখার দরকার নেই। গণভবেনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এক শ্রেণির মানুষ সবসময় দেশের অর্জনের পথে বাধা সৃষ্টি করে। আবার এরই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধা ভোগ করে।

আজ (রোববার, ২ জুন) সকালে গণভবনে 'আমার চোখে বঙ্গবন্ধু' শীর্ষক এক মিনিটের ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। ভিডিওচিত্র তৈরির প্রতিযোগিতায় অংশ নেয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১১ হাজার ৬শ' শিক্ষার্থী।

এসময় তিনি বলেন, 'কাজের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। তৃণমূল মানুষকে ক্ষমতাশীল করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু তৃণমূলের ক্ষমতায়ন চায়নি এক শ্রেণির মানুষ।'

তাই ইতিহাস থেকে ভবিষ্যতের শিক্ষা নেয়ার আহ্বান জানান সরকার প্রধান।  

প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না। ভিক্ষুক জাতির কোন ইজ্জত থাকে না। সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে।' 

২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়েছি। এর মাঝে পরিবর্তন হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে বলে জানান তিনি। 

শেখ হাসিনা আরও বলেন, 'আমরা সবসময় শান্তি চাই। আমরা যুদ্ধ চাই না। সকলের সাথে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্ব রেখেই আমরা এগিয়ে চলছি। কার দেশের সাথে কার ঝগড়া সেটা আমার দেখার দরকার নেই। আমার নিজের দেশের উন্নয়ন আগে দরকার।'

ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ গড়তে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী ।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর