দেশে এখন
0

বগুড়ার শেরপুরে আগুন, ৯ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বগুড়ার শেরপুর উপজেলায় হাসপাতাল মোড়ে জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার (১ জুন) দিবাগত রাত ১১টার দিকে শেরপুরে এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে। পরে আরও ৪টি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

দোকানটিতে মজুদ ছিলো ডিজেল, পেট্রোলের ড্রাম, টায়ারসহ বিভিন্ন দাহ্য পদার্থ। সেজন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনে থাকা একটি বেসরকারি ব্যাংকেও ছড়িয়ে যায় আগুন।

তৃতীয় তলায় পুড়ে গেছে তিনটি আবাসিক কক্ষ। এ ঘটনায় ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকে প্রবেশ করেন এবং ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন।

এসএস