দেশে এখন

প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ‘রিমাল’ কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (৩০ মে)। শুরুতে তিনি পটুয়াখালীতে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (মঙ্গলবার, ২৮ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে তিনি কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রিমালে আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন। প্রথম দিকে তিনি পটুয়াখালী যেতে পারেন। আগামী বৃহস্পতিবার তিনি পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন।’

উপকূলে বাঁধ নির্মাণে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘উপকূলে বাঁধ নির্মাণের কাজ বিভিন্ন সরকারের সময় হয়েছে। বাঁধ নির্মাণে কোন গাফিলতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। বড় প্রাকৃতিক দুর্যোগ বাঁধ ভাঙবে না এমন নিশ্চয়তা দেয়া যায় না।’

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর