সংস্কৃতি ও বিনোদন
0

মাঠে খেলা দেখতে গিয়ে শাহরুখের হিট স্ট্রোক, হাসপাতালে ভর্তি

বলিউড সুপারস্টার শাহরুখ খান হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল (মঙ্গলবার, ২১ মে) আহমেদাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ শেষে হিট স্ট্রোকে আক্রান্ত হন কিং খান। অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের কেডি হাসপাতালে ভর্তি করা হয়। ভারতের একাধিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আইপিএলের ম্যাচ দেখতে আহমেদাবাদে হাজির ছিলেন শাহরুখ। সেখানেই দলের জয় উপভোগ করেন। কিন্তু তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হলে তাকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

আজ (বুধবার, ২২ মে) পশ্চিমবঙ্গের কয়েক স্থানে বৃষ্টি হলেও গরম কমেনি। এমন পরিস্থিতিতে বাইরে বের হলে তীব্র তাপপ্রবাহে যে কেউ অসুস্থ হতে পারেন। একইসঙ্গে হিট স্ট্রোক হওয়ার আশঙ্কাও রয়েছে। আনন্দবাজারের খবর