বিদেশে এখন
0

নিরাপত্তা ঝুঁকিতে গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ বন্ধ

অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরে ত্রাণের খাবার বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছে জাতিসংঘ। উপকূলে যুক্তরাষ্ট্রের নির্মিত অস্থায়ী সেতুতে ৫৬৯ টন মানবিক সহায়তা পৌঁছালেও ত্রাণ বণ্টন শুরু করা যায়নি।

এদিকে আজই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড। ২৮ মে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে ও স্পেন।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, অনাহারে ভুগছে যুদ্ধকবলিত ফিলিস্তিনিরা। ইসরাইলের সামরিক অভিযান জোরদারে নারকীয় পরিস্থিতি পুরো উপত্যকায়। উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। ২২৮ দিনের ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৬৪৭ জনে দাঁড়িয়েছে, আহত প্রায় ৮০ হাজার।

অবরুদ্ধ পশ্চিম তীরের জেনিনেও মঙ্গলবার সেনা অভিযানে অন্তত সাত ফিলিস্তিনির প্রাণ গেছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু করা অভিযানে গাজার তিন শতাংশ খ্রিস্ট ধর্মাবলম্বীকে হত্যা করেছে ইসরাইল। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে পিটিশনে সই করেছেন ইসরাইলের প্রায় দেড় হাজার শিক্ষাবিদ।