দেশে এখন
0

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার(২০ মে) (বাংলাদেশ সময় সোমবার দিবাগত মধ্যরাতে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে, পূর্বে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান, ডিপার্টমেন্ট অব স্টেট, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এই নিষেধাজ্ঞার কারণে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে সাহায্য করার সময় জনসাধারণের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত ছিলেন। আজিজ তাঁর ভাইয়ের সাথে ঘনিষ্ঠভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করতে কাজ করেন এবং সরকারী নিয়োগের বিনিময়ে তাঁর ব্যক্তিগত সুবিধার জন্য ঘুষ গ্রহণ করেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে।

বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করতে আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি পরিষেবাগুলোকে আরও স্বচ্ছ এবং সাশ্রয়ী করতে, ব্যবসায়িক এবং নিয়ন্ত্রক পরিবেশ উন্নত করতে এবং অর্থ পাচার এবং অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারে সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর
ইসরাইল-হিজবুল্লাহর যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শিগগিরই

ঘুষ কেলেঙ্কারিতে অনিশ্চয়তায় আদানির শত-কোটি ডলারের বিদেশি বিনিয়োগ

সাদামাটাভাবে দুদকের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

কানাডায় শিখ নেতা হত্যার পরিকল্পনা আগেই জানতেন মোদি

প্রকাশিত প্রতিবেদনকে বানোয়াট মন্তব্য নয়াদিল্লীর

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু

পরবর্তী শুনানি ২৭ নভেম্বর

হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ

আগামী ২ বছর তিন ধরনের ঝুঁকিতে থাকবে দেশের অর্থনীতি

সিপিডির আলোচনায় বক্তারা

ট্রাম্প প্রশাসনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় চীন

শপথের আগেই প্রশ্নের মুখে ট্রাম্পের মন্ত্রিসভা

প্রকল্পের দুর্নীতি ঠেকাতে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার : সৈয়দা রিজওয়ানা

'রাজনৈতিকভাবে ঠিকাদার নিয়োগ চলবে না'

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ উইন্ডিজ পেসার আলজারি জোসেফ

রাষ্ট্রপতির ক্ষমা নয়, আইনিভাবে নির্দোষ হতে চান বিএনপি চেয়ারপারসন