প্রবাস
0

কাতারে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন

কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এর উদ্বোধন করেন। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্ট কার্ড হাতে পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

গত ৫ এপ্রিল দোহায় বাংলাদেশ দূতাবাসে নির্বাচন কমিশনের টেকনিক্যাল টিম কাতার প্রবাসীদের এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করে। সেসময় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এবং ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত এবং নেটওয়ার্ক স্থাপন করা হয় দোহা বাংলাদেশ দূতাবাসে।

এরই ধারাবাহিকতায় অনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলাদেশের স্মার্ট কার্ড হস্তান্তর প্রক্রিয়া।

মো. জাহাঙ্গীর আলম বলেন, 'কাতার দূতাবাসকে ধন্যবাদ জানাচ্ছি খুবই অল্প সময়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে। এর মাঝে যারা স্মার্ট কার্ডের জন্য আবেদন করেছিল তাদেরকে সরবরাহ করেছি।'

প্রবাসীদের দীর্ঘদিনের দাবি জাতীয় পরিচয়পত্র ও ভোটার হওয়ার সুযোগ করে দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা। জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে খুশি তারা।

বাংলাদেশ সরকারের উন্নয়নের অংশ হিসেবে প্রবাসীদের বহুল প্রতীক্ষিত এনআইডি কার্যক্রমের এ উদ্যোগ। কাতারে প্রবাসী বাংলাদেশিদের দ্রুত সেবা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। তিনি বলেন, 'ই-পাসপোর্ট, স্মার্ট কার্ড চালু করেছি প্রয়োজনীয় জনবল ছাড়াই। এক্ষেত্রে আশা করছি ঢাকা থেকে আমরা সহযোগিতা পাবো।'

অনলাইনে আবেদন, মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাংলাদেশ দূতাবাসে কাতারের ৫০ রিয়াল জমা দেয়ার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের জন্য আবেদন করা যাবে।

ইএ