ক্রিকেট
এখন মাঠে
0

তাসকিনকে রেখেই বিশ্বকাপের দল চূড়ান্ত বিসিবির

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সু-খবর হলো ইনজুরিতে থাকা তাসকিনকে নিয়ে ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু তাই না, তাসকিনকে বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব দিতে চায় বোর্ড। বিসিবির এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। আজ (সোমবার, ১৩ মে) বিসিবির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তুখোড় ফর্মে থাকা তাসকিন আহমেদের ইনজুরি যেন বিনা মেঘে বজ্রপাতের মতোই আঘাত হেনেছে বাংলাদেশের ক্রিকেট আকাশে। তাই সোমবার বিশ্বকাপ দল ঘোষণার কথা থাকলেও, একদিন পিছিয়ে কাল (মঙ্গলবার, ১৪ মে) দুপুরে নির্ধারণ করেছে ক্রিকেট বোর্ড।

অন্দর মহলের খবর হলো, ইনজুরিতে ভোগা তাসকিনের ব্যাপারে শঙ্কার কালো মেঘ কেটে গেছে। তবে ঝুঁকিমুক্ত নন এই স্পিড স্টার। অন্তত ৩ সপ্তাহ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে এই ফাস্ট বোলারকে। এমন অবস্থায় ক্রিকেট বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন। দলের স্ট্রাইক বোলার তাসকিন আগে থেকেই ইনজুরি প্রবণ। তার ব্যাপারে কেনো সতর্ক অবলম্বন করলো না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট?

রোববার (১২ মে) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের রুমে রুদ্ধদ্বার বৈঠক হয়। বোর্ড পরিচালকদের সাথে ছিলেন অধিনায়ক শান্ত ও হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। সেখানে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস তাসকিনকে শান্তর সহ-অধিনায়ক হিসেবে প্রস্তাব দেন।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও হাথুরু আগ্রহ প্রকাশ করেন তাসকিনকে শান্তর ডেপুটি হিসেবে পেতে।

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ঢাকার হয়ে অধিনায়কত্ব করেছিলেন তাসকিন আহমেদ।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর