দেশে এখন , পরিষেবা
অর্থনীতি
0

২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। আর বিদ্যুতের উৎপাদন বাড়াতে আধুনিক বিদ্যুৎকেন্দ্র করা হবে। ইতোমধ্যে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার।’

আজ (শনিবার, ১১ মে) বেলা ১২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি কনভেনশনের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের সকল উন্নয়ন কাজে প্রকৌশলীদের ভূমিকা আছে। আর ২০৪১ সালের বাংলাদেশ হবে ’স্মার্ট বাংলাদেশ’। এজন্য প্রকৌশলীদের পরামর্শ দরকার। শুধু বিত্তবানরা ফ্ল্যাটে থাকবেন তা নয়, আমি চাই রিকশাওয়ালা, খেটে খাওয়া মানুষও ফ্ল্যাটে থাকবে। সেজন্য আওয়ামী লীগ সরকার কাজ করছে। দেশে কেউ ভূমিহীন থাকবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানুষের উপকার হয় সেটি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে হবে। আর সেটি করতে পেরেছি বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু খাদ্য উৎপাদন করলেই হবে না। এর দীর্ঘমেয়াদী সংরক্ষণ করতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই গবেষণা করতে হবে।’

এসময় প্রধানমন্ত্রী জলাধার রক্ষা করা দরকার উল্লেখ করে বলেন, ‘জলাধার রক্ষা হলেই উন্নয়ন টেকসই হবে। একইসঙ্গে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থাও করা দরকার। পানি চলাচল অব্যাহত রেখে উন্নয়ন কাজসহ ব্রিজ বা কালভার্ট করতে হবে।’

এছাড়া দেশে একটি গোষ্ঠী আছে যাদের কাছে উন্নয়নের কোনো কিছুই ভালো লাগে না বলেও মন্ত্রব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সম্পর্কিত অন্যান্য খবর