দেশে এখন
0

নিখোঁজ মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার

নিখোঁজ মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১০ মে) বিকেল ৪টায় চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙ্গরের কিছুটা দূর থেকে এই নাবিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাবিকের নাম মুহাম্মদ ঈসা বিন বীরমোহন। তিনি এমটিটি সাপানগারে কর্মরত ছিলেন।

গত ৮ মে সকালে চট্টগ্রাম বহির্নোঙ্গরে তিনি নিখোঁজ হন। জাহাজের ডেকের ওপর কাজ করার সময় পানিতে পড়ে যাওযার পর তার আর খোঁজ মেলেনি। বাংলাদেশ কোস্ট গার্ড নিখোঁজ হওয়ার পর থেকেই নাবিককে উদ্ধারের জন্য জাহাজ ও বোট নিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালায়।

কোস্ট গার্ড জানায়, গত বুধবার সকালে মালয়েশিয়ান পতাকাবাহী এমটিটি সাপানগার জাহাজের ডেকের ওপর কাজ করার সময় দুর্ঘটনাবশত সাগরে পড়ে নিখোঁজ হন বীরমোহন নামে ওই নাবিক। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করতে কোস্ট গার্ড অভিযান চালায়।

তবে সমুদ্র উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়েছিল। খোঁজাখুঁজির পর আজ বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ জয় বাংলা থেকে উদ্ধারকারী কর্মীরা বহির্নোঙ্গর হতে কিছু দূরে একটি মরদেহ ভাসতে দেখে। পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।