জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আজকের সভায় ৫ হাজার ৫৬৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। একনেক বৈঠক শেষে আজকের সভার বিষয়ে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।
সভায় বিভিন্ন প্রকল্পের অনুমোদন ও খোঁজখবর নেয়ার পাশাপাশি সরকারপ্রধান বেশ কিছু অনুশাসন দিয়েছেন। ব্রিফে সেসব বিষয় উল্লেখ করেন পরিকল্পনা মন্ত্রী।
আব্দুস সালাম বলেন, ‘আজকের সভায় সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারের তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে নিজের নামে কোনো প্রকল্পের অনুমোদন দেবেন না প্রধানমন্ত্রী। ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নের সময় বেড়ে যায়। এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’
পরিকল্পনা মন্ত্রী জানান, অনুমোদন দেয়া ১০ প্রকল্পের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে।
তিনি বলেন, ‘২৮৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি বার্ন ইউনিট নির্মিত হবে। খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণের জন্য ১ হাজার ৮৭৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।’