দেশে এখন
0

দুদিনের সফরে সন্ধ্যায় বাংলাদেশে আসছেন বিনয় মোহন কোয়াত্রা

দুই দিনের সফরে আজ (বুধবার, ৮ মে) বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইটে তার ঢাকায় অবতরণের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতীয় পররাষ্ট্র সচিব আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে।

এ সময় শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন তিনি। ঢাকা সফরকালে বিনয় মোহন কোয়াত্রা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া প্রধানমন্ত্রীর দিল্লি সফর সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বলেও সূত্র জানিয়েছে।

আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর।

গত ২০ এপ্রিল বিনয় মোহন কোয়াত্রার ঢাকায় আসার কথা ছিল। পরে তার সফরটি স্থগিত হয়েছে বলে জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০২২ সালের ১ মে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত বছরের ১৪ ফেব্রুয়ারি প্রথমবার বাংলাদেশ সফর করেন বিনয় মোহন কোয়াত্রা। সব কিছু ঠিকঠাক থাকলে আজ দ্বিতীয়বারের মতো তিনি ঢাকায় আসছেন।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর