পরিষেবা
অর্থনীতি
0

বরিশালে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন মেলা

বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন পেনশন মেলা। বিভিন্ন স্কিম নিয়ে জানতে মেলায় সকাল থেকেই ছিল ভিড়। ব্যানার ফেস্টুন আর নানান লিফলেট সাজানো সর্বজনীন পেনশন মেলার স্টলগুলো।

সরকারি চাকরি না করেও সরকারি পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে পারায় সন্তোষ প্রকাশ করেন তরুণ, শিক্ষার্থী ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পুরুষদের পাশাপাশি মেলার স্টলে নারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

তরুণদের একজন বলেন, 'আমাদের ১৮ বছর হওয়ার পর আমারও পেনশন স্কিমে আবেদন করতে পারবো। এতে পরবর্তীতে পেনশন স্কিমের সুযোগ সুবিধা নিতে পারবো।'

সোমবার (৬ মে) সকালে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হলে দিনব্যাপী এই সর্বজনীন পেনশন মেলা ২০২৪ এর  উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। মেলায় প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা স্কিমের সুবিধার কথা তুলে ধরে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

মেলায়  বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেন, ‘সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধার রয়েছে। এখানে ৪টি স্কিমের বিষয়ে জানানো হচ্ছে। স্কিমের আওতায় শেষ বয়সেও মিলবে আর্থিক সুবিধা।’

বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, 'সর্বজনীন পেনশন স্কিম জনসাধারণকে জানানোর উদ্দেশে আমাদের এই আয়োজন।'

মেলায় ব্যাংক, সামাজিক সংগঠন ও এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১১টি স্টল ছিল। এই আয়োজনের মাধ্যমে সকলেই এই স্কিমের আওতায় আসবে ও এই সম্পর্কে জানবে এমন প্রত্যাশা আয়োজকদের।

ইএ