অর্থনীতি
0

জামগ্রামে বছরে সাড়ে ৩ কোটি টাকার প্লাস্টিকের ফুল বিক্রি

নওগাঁর আত্রাই উপজেলার প্রত্যন্ত জামগ্রাম এখন ফুলের গ্রাম হিসেবে পরিচিত। যেখানকার মানুষের একমাত্র পেশা কৃষি হলেও বর্তমানে তারা প্লাস্টিকের ফুল তৈরি করছেন। যা চলছে প্রায় ৩০ বছর ধরে। এ গ্রামের অন্তত ৩০০ পরিবার প্লাস্টিকের বিভিন্ন উপকরণ দিয়ে কৃত্রিম ফুল তৈরি করে জীবিকা নির্বাহ করছে। যেখান থেকে মাসে আয় হচ্ছে অন্তত ৩০ লাখ টাকার।

এই গ্রামের যুবক আতাউর রহমান। গত ২০ বছর ধরে তৈরি করছেন গোলাপ, শাপলা ও সূর্যমূখীসহ কয়েক ধরনের প্লাস্টিকের ফুল। আতাউর রহমান বলেন, 'আমাদের প্রতিটি ফুল তৈরিতে খরচ হচ্ছে ৪ থেকে ৫ টাকা। যা বিক্রি করছি ৮ থেকে ১০ টাকায়। যাতে আমার মাসে আয় হচ্ছে ১৫ হাজার টাকার মতো।'

শুধু আতাউর রহমান নয় প্রতিটি বাড়িতের চলছে এই কর্মযজ্ঞ। অন্তত ৩শ' পরিবার এখন প্লাস্টিকের ফুল তৈরির সঙ্গে জড়িত। এ গ্রাম থেকে প্রতি মাসে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ফুল উৎপাদন হয়।

ফুলের তৈরির সাথে জড়িত একজন বলেন, 'আমাদের এই গ্রাম ফুলের গ্রাম হয়ে গেছে। এখানকার এই ব্যবসা দিয়ে আমাদের জীবন জীবিকা চলছে। যেখানে ৪ মাস ব্যবসা করলে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ আছে।

এখানকার তৈরি করা ফুল চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। তবে গত কয়েক বছরের ব্যবধানে ফুল তৈরির উপকরণের দাম বেড়েছে অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ। যাতে লাভের পরিমাণ কিছুটা কমেছে।

ফুলের তৈরির কারিগর বলেন, 'আগে ফুলের দাম যেমন ছিল এখনো তেমনই আছে তবে উৎপাদনের জন্য যে উপকরণ রয়েছে তার দাম অনেক বেশি। আগে ছিল কাগজের কেজি ২শ' থেকে ২২০ টাকা আর এখন কিনতে হচ্ছে ২৫০ টাকা কেজি দরে।'

জামগ্রাম থেকে বছরে অন্তত সাড়ে ৩ কোটি টাকার ফুল বিক্রি হয়।

ইএ