জামগ্রামে বছরে সাড়ে ৩ কোটি টাকার প্লাস্টিকের ফুল বিক্রি
নওগাঁর আত্রাই উপজেলার প্রত্যন্ত জামগ্রাম এখন ফুলের গ্রাম হিসেবে পরিচিত। যেখানকার মানুষের একমাত্র পেশা কৃষি হলেও বর্তমানে তারা প্লাস্টিকের ফুল তৈরি করছেন। যা চলছে প্রায় ৩০ বছর ধরে। এ গ্রামের অন্তত ৩০০ পরিবার প্লাস্টিকের বিভিন্ন উপকরণ দিয়ে কৃত্রিম ফুল তৈরি করে জীবিকা নির্বাহ করছে। যেখান থেকে মাসে আয় হচ্ছে অন্তত ৩০ লাখ টাকার।