বিদেশে এখন
0

মালয়েশিয়ায় কেএফসির শতাধিক আউটলেট বন্ধ

ফিলিস্তিনের প্রতি সমর্থন আর গাজায় ইসরাইলের আগ্রাসনের বিরোধিতা বাড়ায় মালয়েশিয়ায় ৬শ' আউটলেটের মধ্যে ১০৮টি আউটলেট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ফাস্টফুড বিক্রেতা প্রতিষ্ঠান কেএফসি। ইসরাইলের সঙ্গে সংযোগ আছে এমন অভিযোগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ায় গেল সপ্তাহে এই ফাস্টফুড চেইনকে বয়কট করা হয়েছে।

গাজায় ইসরাইলের সেনা অভিযানের বিরোধিতা করে বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর মতো পশ্চিমা ফাস্টফুড ব্র্যান্ড বয়কট শুরু করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ায় কেএফসি আর পিৎজা হাটের ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান কিউএসআর হোল্ডিংস বলছে, অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে সাময়িকভাবে কেএফসির বেশকিছু আউটলেট বন্ধ করা হয়েছে।

কিউএসআর ব্র্যান্ডস বলছে, এই আউটলেটগুলোতে যারা চাকরি করতেন তাদের ব্যবসা ভালো হয়, এমন কোন স্থানে আউটলেট খোলার পর চাকরির সুযোগ দেয়া হবে। বয়কটের পর দেশটিতে বড় ধরনের লোকসানের মুখে পড়ে গেছে কেএফসি।

কোম্পানির বিবৃতিতে জানানো হয়, ৫০ বছর ধরে এই দেশে ব্যবসা পরিচালনা করছেন তারা। কেএফসির আউটলেটগুলোতে ১৮ হাজার কর্মী কাজ করেন, যাদের ৮৫ শতাংশই মুসলিম। কেএফসির অন্যান্য ব্যবসাসফল শাখাগুলো আগের মতোই পরিচালনা করা হবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

মার্কিন আইকনিক ফাস্টফুড চেইন কেন্টাকি ফ্রাইড চিকেন কয়েক দশক ধরে মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনা করে আসছে। দেশের লাখ লাখ মানুষের পছন্দ কেএফসি'র খাবার। সম্প্রতি গাজা ইস্যুতে দেশটিতে বয়কটের মুখে পড়ে কেএফসি।

এই সম্পর্কিত অন্যান্য খবর