শিক্ষা
দেশে এখন
0

২ মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিল মন্ত্রণালয়

আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ (সোমবার, ২৯ এপ্রিল) বিকালে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানান, সারাদেশে বহমান তীব্র দাবদাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

এদিকে দেশের ২৭ জেলায় আগামীকাল (মঙ্গলবার, ৩০ এপ্রিল) স্কুল, কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর বলছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আগামী বৃহস্পতিবারের (২ মে) আগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানিয়েছে, আগামী ২ থেকে ৭ মে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

গতকাল রোববার আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর