সংস্থাটি বলছে, দেশের পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু প্ল্যাটফর্মে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন তথ্য ও গুজব রটানো হচ্ছে, যার কোনো ভিত্তি নেই।
বিএসইসি পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পুঁজিবাজারের বিষয়ে অসত্য তথ্য ও গুজব প্রকাশ বা প্রচারের বিষয়ে ওপর সতর্ক নজর রাখছে।
পুজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে অপ্রকাশিত তথ্য প্রকাশ, শেয়ার দরের পূর্বাভাস বা অসত্য তথ্য ও গুজব প্রকাশ-প্রচার আইনত শাস্তিযোগ্য অপরাধ। সেজন্য পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বাজার সংশ্লিষ্ট সব ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সংগঠনকে এ ধরনের গুজব প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকতে সতর্ক করা হচ্ছে।
বিএসইসি বলছে, অর্থনীতি ও পুঁজিবাজারকে অস্থিতিশীল করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়ানো ব্যক্তিদের সতর্ক করা হচ্ছে। যে বা যারা গুজব প্রকাশ-প্রচারে জড়িত আছেন বা আগামীতে হবেন- তাদের সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও তাৎক্ষণিক আইনের আওতায় নেওয়া হবে।