ক্রিকেট
এখন মাঠে
0

ডিপিএলের সূচিতে গরমের প্রভাব

ক্লাবগুলোর দাবির মুখে দুইদিনের বিরতি

দেশজুড়ে চলমান তীব্র দাবদাহের আঁচ লেগেছে ঢাকা প্রিমিয়ার লিগের গায়েও। আসরের সুপার লিগ ও রেলিগেশন লিগের সূচি নির্ধারণে বিবেচনায় নেয়া হয়েছে গরমের কথা। ফলে প্রতিটি ম্যাচের আগে একদিনের পরিবর্তে দুইদিনের বিরতি পাচ্ছে দলগুলো।

ক্লাবগুলোর সঙ্গে বৈঠক শেষে শনিবার সুপার লিগ ও রেলিগেশন লিগের সূচি প্রকাশ করে ডিপিএলের আয়োজক সিসিডিএম। ২২ এপ্রিল শুরু হবে সুপার লিগের প্রথম রাউন্ডের খেলা। যেখানে আবাহনীর বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক।

প্রথমবার সুপার লিগে উঠে আসা শাইনপুকুরের মুখোমুখি হবে গাজী গ্রুপ আর মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল। দুইদিনের বিরতি শেষে ২৫ এপ্রিল শুরু হবে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। অন্যদিকে ২৩ এপ্রিল শুরু হবে রেলিগেশন লিগের খেলা। ২৬ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে রেলিগেশন লিগের বাকি দুই ম্যাচ।