প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

নতুন চ্যাট ফিল্টার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

যোগাযোগ প্লাটফর্মের উন্নয়নে প্রতিনিয়ত নতুন সব সুবিধা নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এর অংশ হিসেবে সম্প্রতি এক ঘোষণায় নতুন চ্যাট ফিল্টার আনার কথা জানিয়েছে মেসেজিং প্লাটফর্মটি।

হোয়াটসঅ্যাপে ব্যক্তি পর্যায়ে কথোপকথনের পাশাপাশি ব্যবসায়িক বিভিন্ন কোম্পানিও যোগাযোগ করে থাকে। কিন্তু গুরুত্ব অনুযায়ী সেগুলো লিস্টে সাজিয়ে রাখার কোনো অপশন ছিল না। নতুন এ ফিচার চালু হলে ব্যবহারকারীরা পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কথোপকথন আলাদাভাবে রাখতে পারবে।

হোয়াটসঅ্যাপের তথ্যানুযায়ী, নতুন ফিচারটি কথোপকথন ফিল্টারের জন্য আলাদা ক্যাটাগরি নির্ধারণ করে দেবে। হোয়াটসঅ্যাপ পেজের সঙ্গে আলাদা ফিল্টার দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে একবার ক্লিক করার মাধ্যমে ফিল্টার চালু করতে পারবে।

কোম্পানির তথ্যানুযায়ী, অল, আনরিড ও গ্রুপ এ তিনটি ফিল্টার থাকবে। অল নির্বাচন করলে সব মেসেজ আগের মতো তালিকাবদ্ধ থাকবে।

আনরিড নির্বাচন করলে যে সব মেসেজ পড়া হয়নি সেগুলো সবার প্রথমে চলে আসবে। ফলে কোন মেসেজের উত্তর দেয়া জরুরি সেগুলো সম্পর্কে ব্যবহারকারী জানতে পারবেন।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর