বিদেশে এখন
0

জাপানের বুলেট ট্রেনে সাপ, ১৭ মিনিট বিলম্বিত যাত্রা

জাপানের বহুমুখী বুলেট ট্রেনে সামান্য বিলম্বও বিরল কিন্তু মঙ্গলবার (১৬ এপ্রিল) অস্বাভাবিকভাবে ট্রেনে সাপ ঢুকে পড়লে বুলেট ট্রেন পরিষেবাগুলো থামিয়ে দেয় জাপান রেলওয়ে ।

মঙ্গলবার সন্ধ্যায় একজন যাত্রী ৪০ সেন্টিমিটার (প্রায় ১৬ ইঞ্চি) একটি সাপ সম্পর্কে নিরাপত্তা কর্মীদের সতর্ক করে। নাগোয়া এবং টোকিওর মধ্যে চলাচলকারী একটি ট্রেনে সাপ লুকিয়ে থাকার ঘটনায় ট্রেনটির যাত্রা ১৭ মিনিট বিলম্বিত হয়।

সাপটি বিষাক্ত ছিল কিনা বা কীভাবে এটি ট্রেনে এসেছে তা স্পষ্ট নয়। তবে যাত্রীদের মধ্যে কোন আঘাত বা আতঙ্ক ছিল না। মধ্য জাপান রেলওয়ের একজন মুখপাত্র এএফপিকে এ কথা জানিয়েছেন।

বুলেট ট্রেনের যাত্রীরা ট্রেনে কবুতরসহ ছোট কুকুর, বিড়াল এবং অন্যান্য প্রাণী আনতে পারেন, কিন্তু সাপ নয়। বন্য সাপ কিভাবে ট্রেনে উঠছে তা কল্পনা করা কঠিন।

মুখপাত্র এএফপিকে বলেছেন, 'ট্রেনে সাপ আনার বিরুদ্ধে আমাদের নিয়ম রয়েছে কিন্তু আমরা যাত্রীদের লাগেজ চেক করি না।'

তিনি বলেন, 'ট্রেনটি মূলত ওসাকা যাওয়াার জন্য নির্ধারিত ছিল। কিন্তু ট্রেনটি প্রায় ১৭ মিনিট দেরি করে।' এই ঘটনার পর বুলেট ট্রেনে ইউনিফর্মধারী নিরাপত্তারক্ষীদের টহল বাড়ানো হয়েছে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর