অন্যান্য
সংস্কৃতি ও বিনোদন
0

রণবীর-দীপিকার ঘরে আসছে নতুন অতিথি

সেপ্টেম্বরে রণবীর-দীপিকা জুটির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। বিয়ের পাঁচ বছর পেরোতেই বাবা-মা হতে চলেছেন তারা। শোনা যাচ্ছে অন্তঃসত্ত্বা পর্যায়ের দ্বিতীয় পর্বে পা দিয়েছেন অভিনেত্রী। যদিও দীপিকাকে দেখে তা বোঝার উপায় নেই।

অনেকে অবশ্য এরই মধ্যে বলতে শুরু করেছেন, হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন দম্পতি। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তারা। তবে পুত্র চাই না কন্যা, সেই প্রসঙ্গে নিজের মনের ইচ্ছের কথা জানালেন রণবীর সিং।

দীপিকা ও রণবীর দুজনেই বাচ্চাদের ভালোবাসেন। সন্তানের তো নামও ঠিক করে রেখেছেন রণবীর। ছেলে হলে নাকি নাম রাখবেন শৌর্যবীর সিং। এক সাক্ষাৎকারে নিজেই সে কথা বলেছিলেন।

যদিও একটা সময়ে রণবীর জানিয়েছিলেন তার কন্যা সন্তান চাই। একেবারে দীপিকার মতো দেখতে হবে যাকে। তবে সম্প্রতি অভিনেতাকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি।'

দীপিকা মা হচ্ছেন, এই খবর প্রকাশ্যে আসার পর থেকে বরাবরই স্ত্রীকে আগলে রাখতে দেখা গিয়েছে অভিনেতাকে। অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠান হোক কিংবা বিমানবন্দরে ছাড়তে আসা, দীপিকাকে সব সময় আগলে রাখতে দেখা যায় রণবীরকে। এবার অপেক্ষা সিং পরিবারে নতুন অতিথি আসার।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!