প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

বিটকয়েনের দাম ৭.৯ শতাংশ কমে ৬১ হাজার ৮৪২ ডলারে

বিটকয়েনের শেয়ারের দাম একদিনে ৭.৯ শতাংশ কমে ৬১ হাজার ৮৪২ ডলারে এসে দাঁড়িয়েছে। যা আগের দিন থেকে ৫ হাজার ৩০৮ ডলার হারিয়েছে। খবর রয়টার্স।

বিটকয়েন বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিচিত ক্রিপ্টোকারেন্সি। যা গত ১৪ই মার্চ বছরের মধ্যে সর্বোচ্চ দামে পোঁছায়, ৭৩ হাজার ৭৯৪ ডলার। তবে সেই দাম থেকে এখন ১৬.২ শতাংশে কমে গেছে।

ইথার, ইথারিয়াম ব্লকচেইন নেটওয়ার্কের সাথে যুক্ত মুদ্রা ৯.৮ শতাংশ শেয়ার কমে ২ হাজার ৯শ' ৩০ ডলারে নেমে এসেছে, যা আগের দিন থেকে ২৯৬.১ ডলার হারিয়েছে।

২০০৯ সাল থেকে বিটকয়েন লেনদেন শুরুর পর প্রতি বিটকয়েনের দাম ছিল এক ডলার বা ৭৯ টাকার নিচে। তবে বর্তমানে এর দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে।

২০১৩ সালে প্রতিটি বিটকয়েনের দাম ছিল ৯৯ ডলার যা ২০১৪ সালে বেড়ে ৯৫১ ডলারে দাঁড়ায়। 

এরপরে ২০১৫ সালে কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা কয়েন চুরি করলে দরপতনে বিটকয়েনের দাম কমে ২৫০ ডলারে নেমে যায়। পরের বছর ২০১৬ সাল থেকে বিটকয়েনের দাম বাড়তে থাকে। তখন প্রতিটি কয়েনের দাম বেড়ে দাঁড়ায় ৪০২ ডলার। 

২০১৭ সালের দিকে এই কয়েনের দাম বেড়ে দাঁড়ায় ৯১৮ ডলারে।

২০১৮ সালে বিট কয়েনের দাম লাফিয়ে বেড়ে ১০ হাজার ৭৬০ ডলারে দাঁড়ায়। যা কিনা পরের বছর ২০১৯ সালে আবার বড় ধরনের দরপতনের মুখে পড়ে। সেই বছর কয়েনের দাম কমে ৩ হাজার ৫৩৬ ডলারে এসে দাঁড়ায়। 

করোনার সময় ২০২০ সালের দিকে আবার বেড়ে  ৮ হাজার ৯০০ ডলারে গিয়ে থামে কয়েনের দাম।

২০২১ সালের শুরুর দিকে বিটকয়েনের দাম আকাশচুম্বী হয়। সেই বছরে দাম বেড়ে দাঁড়ায় ৩৩ হাজার ডলারে। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারিতে বেড়ে ৪৭ হাজার ৮৩২ ডলারে ওঠে এবং একই বছরের ২০ ফেব্রুয়ারি এর দাম এক ধাপ বেড়ে ৫৭ হাজার ৩৫২ ডলারে দাঁড়ায়। 

বছরের শেষের দিকে নভেম্বর মাসে বিটকয়েন তার সর্বোচ্চ মূল্যে পৌঁছেছিল। সেই বছর মুদ্রাটির মূল্য ৬৯ হাজার ডলার পর্যন্ত উঠেছিল। যদিও পরের বছর অর্থাৎ ২০২২ সালে বিটকয়েনের মূল্যে ধস নামে। এফটিএক্সের পতনের পর বিটকয়েনের দাম ১৬ হাজার ডলারে নেমে গিয়েছিল।  

২০২৩ সালের প্রায় পুরোটা সময়জুড়েই বিটকয়েনের দাম ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে স্থির ছিল। 

কিন্তু ২০২৪ সালে এখন পর্যন্ত বিশ্ববাজারে বিটকয়েনের দর বেড়েছে ৫০ শতাংশ। যার মধ্যে গেল ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪২ শতাংশ। তখন বিটকয়েনের দাম ৬৯ হাজার ২০২ ডলারে উঠে যায়। এরপর তা ৭ শতাংশের মতো কমে ৬৩ হাজার ৪০০ ডলারে নেমে আসে। গত ১৪ই মার্চ এই বছরের মধ্যে সর্বোচ্চ ৭৩ হাজার ৭৯৪ ডলারে বেড়ে দাঁড়িয়েছে। 

ধারণা করা হচ্ছে ২০২৪ সালের শেষ দিকে বিটকয়েনের দাম এক লাখ ডলার স্পর্শ করতে পারে।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর