অর্থনীতি
প্রবাস
0

'রেমিট্যান্স যোদ্ধাদের আরও আন্তরিক সেবা দেয়া হবে'

বাংলা নববর্ষে দেশের রেমিট্যান্স যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, 'নতুন বছরে রেমিট্যান্স যোদ্ধাদের আরও আন্তরিক সেবার প্রদান করা হবে।'

আজ (রোববার, ১৪ এপ্রিল) সিলেটে স্থানীয় জনসাধারণ ও রাজনৈতিক নেতা-কর্মীদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করার সময় তিনি এসব কথা বলেন।

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 'বাংলার অগ্রযাত্রা অটুট থাকুক সম্প্রীতি-ঐতিহ্যের আহ্বানে জীর্ণ-পুরনো ভুলে, সম্ভাবনার নতুন দিনে। সকলকে 'শুভ নববর্ষ-১৪৩১।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন বাংলা বছরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে নতুন বাংলা বছরের মধ্যেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ ঢেলে সাজাতে সক্ষম হবো।'

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর