মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলি হামলায় হামাস নেতা ঈসমাইল হানিয়ার তিন ছেলে নিহত

পবিত্র ঈদুল ফিতরের দিন গাজায় ইসরাইলের বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ের তিন ছেলে ও তিন নাতি-নাতনি প্রাণ হারিয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ১১ এপ্রিল) হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।

তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের পশ্চিমে একটি শরণার্থী শিবিরে হামলা করে ইসরাইলি বাহিনী। সে হামলায় হামাস নেতা হানিয়ের তিন ছেলে হাজেম, আমির ও মুহাম্মদ ইসমাইল হানিয়ে এবং তার অন্তত তিন নাতি-নাতনি নিহত হয়েছে। ঈদ উপলক্ষ্যে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করতে শাতি শরণার্থী ক্যাম্পে গিয়েছিলেন তার ছেলেরা। ওই সময় হামলা চালানো হয়।

প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা কয়েকটি মৃতদেহ ঢেকে রাখা হয়েছে।

হানিয়ের পরিবার থেকে এ যুদ্ধে প্রথম না, এর আগেও নিহত হয়েছেন অনেকে। গত ফেব্রুয়ারিতে তার আরেক ছেলে এবং অক্টোবরে ভাই ও ভাতিজা নিহত হন। এরপর নভেম্বরে তার এক নাতি নিহত হন।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর