নাবিকদের সুস্থভাবে দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে ফেরত দেয়া এখন প্রধান দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, 'সোমালিয়ান জলদস্যুদের দ্বারা বাংলাদেশি জাহাজ ছিনতাইয়ের ঘটনা কোন ছোট ঘটনা নয়, এটি একটি বড় ঘটনা। কবে উদ্ধার হবে এটি দিন তারিখ দিয়ে বলা সম্ভব নয়। তবে এখন পুরো পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে। খুব শিগগিরই জাহাজের ২৩ নাবিককে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।'
চলতি মাসের মধ্যেই এই সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
ঈদযাত্রা নিয়ে মন্ত্রী বলেন, সারাদেশের স্থল নৌ এবং বিমান পথের সার্বিক উন্নয়নের কারণেই যাত্রী চলাচলের ভোগান্তি কমেছে।
একটি পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি নিরসন করেছে। এবারের ঈদেও নৌ খাতে শৃঙ্খলা রয়েছে বলে মন্তব্য করেন খালিদ মাহমুদ চৌধুরী।