দেশে এখন
0

এলেঙ্গা-রংপুর মহাসড়কে ৮টি ওভারপাস ও দুটি সেতু উদ্বোধন

এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কে নির্মিত ৭টি ওভারপাস, একটি রেল ওভারপাস ও দুটি সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। আজ (শনিবার, ৬ এপ্রিল) সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এগুলো উন্মুক্ত করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজার সব লেনে ইলেকট্রনিক টোল কালেকশন কার্যক্রমের উদ্বোধনও করেন তিনি।

প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, 'ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনগণের জন্য ঈদ উপহার হিসেবে এসব উন্মুক্ত করা হলো।’

এ সময় মেঘনা সেতু টোল প্লাজা-২ এরও উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ঈদযাত্রায় মানুষের ভোগান্তি নিরসনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গত ঈদেও সড়কে যানজট হয়নি, এবারের ঈদেও হবে না। সড়কে যানজট ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।'

যানজট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘রাস্তায় গাড়ির চাপ রয়েছে, তবে যানজট নেই। রাজধানীতেও যানজট নেই।’

এ সময় বান্দরবানে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বান্দরবানে পরিস্থিতি যাতে অবনতি না হয় তাই যৌথ অভিযান চলছে। সরকার কঠোর অবস্থানে আছে, অচিরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। কুকি-চিনের সাথে আলাপ আলোচনা চলছে। তদন্ত অব্যাহত আছে।’

এসএস