দেশে এখন
0

সাইবার হামলার পরিকল্পনা ছিল কেএনএফ সন্ত্রাসীদের: র‌্যাব

সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজারের ল্যাপটপ থেকে সাইবার হামলার পরিকল্পনা ছিল কেএনএফ সন্ত্রাসীদের। ভল্টের চাবি না দেওয়ায় ক্ষুব্ধ হয়েই অপহরণ করা হয় ম্যানেজার নেজাম উদ্দীনকে।

আজ শুক্রবার (৫ এপ্রিল) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হবে বলেও জানানো হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দককার আল মঈন বলেন, 'সামনে ঈদুল ফিতর। সে প্রেক্ষিতে ব্যাংকে টাকা থাকা স্বাভাবিক। এটা মনে করে তারা পরিকল্পিতভাবেই ব্যাংকে হামলা চালায়। সাহসী ব্যাংক ম্যানেজার বিভিন্ন কৌশলে তাদের থামানোর চেষ্টা করেছিলেন। ভল্টের চাবি তিনি দেননি বিধায় তাকে অপহরণ করা হয়।'

তিনি বলেন, 'এই ব্যাংকে সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে হামলার পরিকল্পনা ছিল তাদের। ম্যানেজারের ল্যাপটপ খোলার অনেক চেষ্টা করেছে সন্ত্রাসীরা। কিন্তু তারা নেজাম উদ্দীনের কৌশলী কার্যক্রমের জন্য করতে পারেনি।'

এসএস