আজ (বুধবার, ৩ এপ্রিল) সকালে দেশটির পূর্ব উপকূলে এ ভূমিকম্প আঘাত আনে।
আন্তর্জাতিক সংবমাধ্যম আল-জাজিরা ও দ্য জাপান টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী জাপানের স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সময় ভোর ৬টা) কিছু আগে তাইওয়ানে এই ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণহানি হয় ৭ জনের। আহত হয়েছেন ৭শ' জনেরও বেশি।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪.৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, উপকূলের দিকে ধেয়ে আসছে সুনামির ঢেউ। বারবার এ ঢেউ আঘাত করতে পারে। সেজন্য সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
তাইওয়ানে গত দুই যুগের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।