বিদেশে এখন
0

ইসরাইলে আল-জাজিরা বন্ধে আইন পাস

আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস করেছে ইসরাইলের পার্লামেন্ট। এতে যেকোন সময় ইসরাইলে বন্ধ হতে পারে কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমের সম্প্রচার।

গেল ১২ ফেব্রুয়ারি প্রস্তাবটি উত্থাপিত হয় ইসরাইলের পার্লামেন্টে। কয়েকদফা পর্যালোচনার পর সোমবার (১এপ্রিল) বিলটি আইনে পরিণত হয়।

নতুন এই আইনে, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি আল-জাজিরার সম্প্রচার বন্ধে সুপারিশ করে, তাহলে তাৎক্ষণিকভাবে ইসরাইলে সংবাদমাধ্যমটির সম্প্রচার বন্ধ করতে হবে।

একইসঙ্গে আল-জাজিরার ইসরাইলি কার্যালয় সিলগালা করা ও সেখানকার সমস্ত মালামাল বাজেয়াপ্ত করার এখতিয়ার পাবে দেশটির তথ্য মন্ত্রণালয়।

আইনটি পাসের পর ইসরাইলে আল-জাজিরা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর